ওটিটি প্ল্যাটফর্মে সৃজনশীলতার স্বাধীনতা রয়েছে । কিন্তু,তার অপব্যবহার কোনওভাবেই বরদাস্ত করা হবে না । অশ্লীল বিষয়বস্তুর ব্যবহার বন্ধ করতে হবে । তা না হলে এবার সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হবে । সম্প্রতি, এই বিষয়ে কড়া বার্তা দিলেন তথ্যমন্ত্রী অনুরাগ ঠাকুর । তাঁর অভিযোগ, বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে সৃজনশীলতার নামে আপত্তিজনক এবং অশ্লীল বিষয়বস্তুর ব্যবহার দিন দিন বাড়ছে । যা নিয়ে উদ্বিগ্ন সরকারও ।
অনুরাগ ঠাকুর জানিয়ে দিয়েছেন, সৃজনশীলতার নামে গালিগালাজ একেবারেই মেনে নেওয়া যায় না । এখনও পর্যন্ত এই ধরনের অভিযোগ এলে প্রাথমিক পর্যায়ে প্রযোজককে তার মোকাবিলা করতে হয় । ৯০ থেকে ৯২ শতাংশ অভিযোগের ক্ষেত্রে প্রযোজকরাই বিষয়বস্তু পরিবর্তন করেন । কিন্তু, যেভাবে অভিযোগের পাহাড় জমছে, তাতে এবার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে । প্রয়োজনে নিয়মেও পরিবর্তন আনতে পারে মন্ত্রক ।