এমনিতে পাপারাৎজিদের সঙ্গে সখ্য ভালই অনুষ্কার। কিন্তু টি ২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে হলটা কী? রেগে আগুন বিরাট-পত্নী। বলছি নিউইয়র্কের কাউন্টি স্টেডিয়ামের কথা।
ম্যাচ চলাকালীন একটি দৃশ্য ভাইরাল হয়েছে। সেখানে গ্যালারিতে থাকা অনুষ্কাকে একজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। ঠিক কেন, অনুষ্কা মেজাজ হারিয়েছেন, তা স্পষ্ট নয় ভাইরাল হওয়া ভিডিয়োয়। তবে হাসিখুশি অনুষ্কার এমন মেজাজ নিয়ে রীতিমতো চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়ো দেখে কেউ অনুষ্কার উদ্দেশে লিখে যাচ্ছেন, 'বৌদি খুব রেগে গিয়েছেন', কেউ আবার প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন, 'বৌদি এত অ্যাগ্রেসিভ কেন হচ্ছেন'।
প্রসঙ্গত, মাস কয়েক আগেই দ্বিতীয়বার মা-বাবা হয়েছে বিরুষ্কা। বিরাটকে সমর্থন করতে এখন গোটা পরিবারই রয়েছে নিউ ইয়র্কে।