ঝুলন গোস্বামীর বায়োপিক শুটিংয়ের জন্য কলকাতাতেই রয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে উঠেছেন তিনি। কলকাতায় থাকার কারণে এবারের দীপাবলীর পার্টিটা কলকাতার ওই পাঁচতারা হোটেলেই পালন করলেন অভিনেত্রী।
দীপাবলী তো বটেই তার উপরে ভারত-পাক মহারণে বিরাট কোহলির দুর্দান্ত পারফর্মেন্স। এই দুই মিলিয়ে জমে উঠেছিল অনুষ্কার দীপাবলীর সন্ধ্যা। বিরাটের জয়ের আনন্দে বিশেষ আয়োজন করেছিলেন অনুষ্কা। পার্টিতে উপস্থিত ছিল চাকদা এক্সপ্রেসের টিম।
দীপাবলীর সন্ধেয় সবুজ অলিভ রঙের শাড়িতে সেজে আলোর উৎসবে মজেছিলেন অনুষ্কা। মেয়ে ভামিকাকে কোলে নিয়ে রীতিমতো অতিথিদের আপ্যায়ন করেছেন নায়িকা। রকমারি খাবার, পানীয়, মিষ্টির এলাহি আয়োজন করেছিলেন তিনি। পার্টিতে আমন্ত্রিত ছিলেন চাকদা এক্সপ্রেস তথা খোদ ঝুলন গোস্বামীও। কিন্তু বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন। সেই কারণে অনুষ্কার পার্টিতে দেখা যায়নি তাঁকে।
তবে, এই পার্টিতে কোনও টলিউড অভিনেতাকে দেখা যায়নি। কলকাতায় পার্টি হওয়ার সত্ত্বেও আমন্ত্রিত ছিলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ সৌরভ-বিরাটের সমীকরণের ইতিহাস এখন দেশজুড়ে চর্চিত বিষয়। রবিবার ভারত পাকিস্তানের ম্যাচে বিরাটের দুর্দান্ত পারফরমেন্সের পরেও সৌরভ শুভেচ্ছা জানাননি। কাজেই বিরাট পত্নীর পার্টিতে সৌরভ আমন্ত্রিত না থাকায় আশ্চর্য হননি ঘনিষ্ঠরা।