ছোট থেকেই স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার, প্রশিক্ষণ নিয়েছেন, মঞ্চে অভিনয় করেছেন নিয়মিত, এমন সময় হঠাৎই বড় পর্দায় ব্রেক অনীক দত্তের ‘অপরাজিত’ ছবিতে। সুব্রত মিত্রের চরিত্রে দর্শক দেখেছেন তরুণ অভিনেতা দেবাশিস রায়কে। এ বার টলিউড থেকে বলিউডে পাড়ি দেবাশিসের।
আসছে পূর্ণদৈর্ঘ্যের হিন্দি ছবি ‘মাস্ক’। দেবাশিসের সহ অভিনেতা বৃজেন্দ্র কলা। ছবির কেন্দ্রীয় চরিত্রে তিনিই। প্রবীণ তিওয়ারি মাস্ক পরেন না, সেই নিয়েই সমস্যার শুরু। ছবিতে বাস কন্ডাকটরের চরিত্রে দেখা যাবে বাঙালি অভিনেতাকে, মাস্ক ছবিতে কিন্তু শম্ভু চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ।
বৃজেন্দ্রর মতো বড় মাপের অভিনেতার সঙ্গে বলিউডে প্রথম কাজ। প্রথম দিন শুটিংয়ে এসে বুক কাঁপছিল দেবাশিসের। সিঙ্গল টেকের শট নাকি তাঁর জন্যইপাঁচ বার ‘এন জি’ হয়ে যায়, জানিয়েছেন অভিনেতা।