জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বিশাল ভরদ্বাজের(Vishal Bhardwaj) পরিচালনায় ইউটিউবে 'ফুরসত' নামক একটি শর্ট ফিল্ম প্রকাশ করেছে অ্যাপল(Apple Shortfilm)। শর্ট ফিল্মটির বিশেষত্ব এই যে, গোটা ছবিটিই বানানো হয়েছে 'আইফোন ১৪ প্রো'-তে। অ্যাপলের এই নয়া মডেলেও রয়েছে বিশেষত্ব। ফোনটির মূল ক্যামেরায় রয়েছে ৪৮ এমপির একটি বিশেষ সেন্সর। এই বিশেষ সেন্সর অ্যাপলের মোবাইলে প্রথম বলেই দাবি মোবাইল সংস্থার।
সিনেমার কাহিনীটি একজন মানুষকে কেন্দ্র এগিয়েছে, যিনি নিজের ভবিষ্যৎ-চিন্তায় এতটাই মগ্ন, যে বর্তমানে তাঁর সবচেয়ে প্রিয় জিনিসিটিকেই হারিয়ে ফেলেন। কাহিনীটির মূলে রয়েছেন নিশান্ত নামক এক ব্যক্তি। যিনি এক প্রাচীন ধ্বংসাবশেষ হাতে পেয়ে এতটাই মগ্ন হয়ে পড়েন, যে বাগদানের দিনেই নিজের ভালবাসাকে অবধি হারিয়ে ফেলেন।
আরও পড়ুন-
এই হিন্দি শর্টফিল্মটি অ্যাপলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলেই খবর।