পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় মানেই একটু অন্য ধাঁচের ছবি। বাংলা ছবির ইন্ডাস্ট্রিকে একের পর এক ছক ভাঙা সিনেমা উপহার দেওয়া পরিচালকের পরবর্তী ছবি 'অর্ধাঙ্গিনী' সুরিন্দর ফিল্মস এর প্রযোজনায় ছবির মুক্তি আজই।
ছবিতে রয়েছে জয়া এহসান, চুর্ণী গঙ্গ, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য। কৌশিকের বর্তমান স্ত্রী-এর চরিত্রে জয়া, প্রাক্তন স্ত্রীয়ের চরিত্রে চুর্ণী। টলিপাড়ার সব পাওয়ার হাউজরা একসঙ্গে এক ছবিতে। দর্শকের প্রত্যাশা তো বাড়বেই।
Mitin Masi-Koel Mallick: ১৫ দিনে শেষ শুটিং, এই পুজোয় আসছে 'মিতিন মাসি'