কণ্ঠে তাঁর জাদু আছে । কখনও সেই কণ্ঠে প্রেমের জোয়ার, কখনও বিরহের সুর...। মন খারাপের দিন হোক বা প্রেম নিবেদন অথবা পার্টি মুড...সবেতেই জড়িয়ে রয়েছেন অরিজিৎ সিং ও তাঁর গান । অরিজিৎ-এর কণ্ঠে মুগ্ধ আসমুদ্রহিমাচল । তবে, গায়কের কিন্তু আরও গুণ রয়েছে । হাতে মাইক্রোফোন ছেড়ে মাঝে-মধ্যে খুন্তিও ধরেন অরিজিৎ । বানিয়ে ফেলেন দারুণ দারুণ সুস্বাদু পদ । সম্প্রতি, বাড়ির হেঁশেল থেকে 'শেফ' অরিজিৎ-এর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
অরিজিৎ সিংয়ের ফ্যানক্লাবের তরফে একটি ছবি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ছবিতে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন । কোনও লাইভ কনসার্ট নয়, না কোনও স্টুডিও, বাড়ির হেঁসেলে দেখা গেল অরিজিৎ-কে । পরনে মিলিটারি প্রিন্টের একটি টি-শার্ট । দেখা যাচ্ছে, ফ্রায়িং প্যানে পকোড়া ভাজছেন শিল্পী । পাশে একটি পাত্রে রয়েছে, বেসন গোলা । ছবিটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
সারা বিশ্ব তাঁর গানে বুঁদ ,তাঁর কনসার্টের টিকিট খইয়ের মতো উড়ে যায়। কিন্তু আকাশছোঁয়া সাফল্যেও অহংকার ছুঁতে পারেনি অরিজিৎকে। বরাবরই তিনি তারকা থেকে সাধারণ মানুষ হয়ে থাকতেই বেশি পছন্দ করেন। শিকড়ের প্রতি তাঁর অমোঘ টান। বলিউড-টলিউডের একেবারে প্রথমসারির গায়ক হয়েও অরিজিতের পা বরাবর মাটিতে। তাইতো শত ব্যস্ততার মধ্যেও তিনি ছুটে আসেন মুম্বই থেকে জিয়াগঞ্জে । একেবারে পাড়ার ছেলের মতোই কখনও পাড়ায় স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কখনও পাড়ায় আড্ডা মারছেন, আবার ছেলের স্কুলের সামনে বাবার ঠায় দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। এবার নতুন ভূমিকায় দেখা গেল অরিজিৎ-কে