২৯ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে বড় চমক । KIFF-এর টাইটেল সং এবার অরিজিৎ সিং-এর কণ্ঠে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, তাতে সুরের ঝড় তুলেছেন অরিজিৎ । জানা গিয়েছে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের টাইটেল সঙের মূল ভাবনা মুখ্যমন্ত্রীর । আর তাঁর ভাবনা-পরিকল্পনা নিয়ে গান লিখেছেন শ্রীজাত আর সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ।
এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকছে একের পর এক চমক । বিশেষ অতিথি হিসেবে থাকছেন সলমন খান । এছাড়ও, এবার অতিথিদের তালিকায় রয়েছেন অনুরাগ কাশ্যপ । তাঁর বহুচর্চিত ছবি ‘কেনেডি’ দেখানো হবে চলচ্চিত্র উৎসবে ।
৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব। জানা গিয়েছে, উত্তম-তনুজা অভিনীত 'দেওয়া নেওয়া' দিয়েই চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে । ৫ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল ৫ টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে এই ছবি । জানা গিয়েছে, শহরের মোট ২৩ টি প্রেক্ষাগৃহে দেখানো হবে দেশ বিদেশের একগুচ্ছ ছবি । নন্দন, রবীন্দ্রসদন, নজুরুল তীর্থের মতো সরকারি হলের পাশাপাশি, শহরের একাধিক মাল্টিপ্লেক্সেও প্রদর্শিত হবে সিনেমা ।