সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন অরিজিৎ সিং। কয়েকদিন আগেই শহর মেতেছিল তাঁর কনসার্ট নিয়ে। এবার নিজের ফেসবুক পেজ থেকে কলকাতা'কে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লিখলেন স্বয়ং অরিজিৎ। অনুষ্ঠানে অব্যবস্থার জন্য দুঃখপ্রকাশ করলেন তাঁর অনুরাগীদের কাছে। আর চিঠির শেষে দিলেন সবাইকে "হৃদয়জোড়া ভালোবাসা'। ভারতবিখ্যাত গায়কের আন্তরিকতা দেখে মুগ্ধ তাঁর অগণিত ভক্তরা।
উল্লেখ্য, প্রথমে ইকোপার্কে হওয়ার কথা থাকলেও সেখানে অনুমতি না মেলায় সেই কনসার্ট হয়েছিল অ্য়াকোয়াটিকায়। উঠেছিল সেই কনসার্টে অব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগও।
এবার অরিজিতের ওই চিঠি সেই অভিযোগে কার্যত শিলমোহর দিয়ে দিল বলে মনে করছে ওয়াকিবহালমহল।
'রং দে তু মোহে গেরুয়া'র গায়ক সোশ্যাল মিডিয়ায় ওই চিঠিতে লেখেন,
"কলকাতা,
প্রায় ১ কিলোমিটার দূরে গাড়ি পার্ক করে কষ্ট করে হেঁটে (যেহেতু স্থানীয় টোটো চালকদের ভিড় সামলানোর ক্ষমতা ছিল না) মূল অনুষ্ঠানের জায়গায় তোমাদের আসতে হয়েছে বলে আমি দুঃখিত। তোমাদের অস্বাস্থ্যকর পরিবেশ ও মশার কামড় সহ্য করতে হয়েছে বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকের সঙ্গেই অশোভন আচরণ করেছে স্বেচ্ছাসেবীরা, যেন এমন আচরণ করা তাদের অধিকারের মধ্যেই পড়ে, তার জন্যও আমিও দুঃখিত। আমি দুঃখিত, ঠিকঠাক সহায়তা না পাওয়ার জন্য তোমাদের অনেকেরই কষ্ট করে অনুষ্ঠান মঞ্চের রাস্তা খুঁজে বের করতে হয়েছে।
এত কিছু সত্ত্বেও তোমরা যে অভূতপূর্ব ভালোবাসা দেখিয়েছ, আমি অভিভূত। আমার হৃয়দজোড়া ভালোবাসা! আমি চেষ্টা করব পরেরবার যেন এর থেকে ভালো অভিজ্ঞতা দিতে পারি তোমাদের।
সবাই ভালো থেকো!"