আসমুদ্রে হিমাচল যার গানে মুগ্ধ, এবার 'হেঁশেল' সামলাবেন তিনি। গ্রামের অসহায় গরীব মানুষদের কথা ভেবে বাবার ব্যবসা নিজের কাঁধে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং।
টলিউড ও বলিউড জগতের অন্যতম 'মেলোডি কিং' অরিজিৎ সিংয়ের জনপ্রিয়তা আকাশ ছুঁলেও বরাবর মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন তিনি। কর্মসূত্রে মুম্বইতে থাকতে হলেও অরিজিতের পৈতৃক বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। তাই এবার মুর্শিদাবাদের গরীব আমজনতার কথা মাথায় রেখে সস্তার এক ভাতের হোটেলের ব্যবস্থা করলেন অরিজিৎ।
জিয়াগঞ্জে অরিজিতের এই হোটেলের নাম হেঁশেল। এতদিন অরিজিতের বাবাই এই হোটেলটি চালিয়ে এসেছেন। এবার সেই হোটেলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন অরিজিৎ। আর দায়িত্ব নিতেই সাধারণ মানুষের কথা ভেবে এই হোটেলে চালু করলেন ৩০ টাকার পেট ভরা খাবার।
সাধারণ ছাপোসা এই হোটেলটি বাইরে থেকেও অতি সাধারণ। তবে, এই হোটেলের ভেতর সুন্দর কাচের চেয়ার,টেবিল ও বসবার ব্যবস্থা করা হয়েছে। আর একই সঙ্গে সাধারণ মানুষদের কথা ভেবে এই হোটেলে চালু করা হয়েছে ৩০ টাকার মিল। এছাড়াও এই হোটেলে পাওয়া যাবে চিকে, মাটন, পানির-সহ নানা আইটেম। তবে, সব কিছুর দাম সাধ্যের মধ্যেই রাখা হয়েছে।
অরিজিতের এই উদ্যোগে মুগ্ধ নেটিজনেরা। সেলিব্রিটি হয়েও সাধারণ মানুষের মতো বাবার ব্যবসা কাঁধে তুলে নেওয়া থেকে শুরু করে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অরিজিৎ যে নজির গড়েছেন, তার প্রশংসায় পঞ্চমুখ সকলে।