বলিউডের বাদশা শাহরুখ খান ও ডিজাইনার-প্রযোজক গৌরি খানের পুত্র আরিয়ান খান গত বছর অক্টোবর মাসে মাদক সংক্রান্ত একটি মামলায় শিরোনামে এসেছিলেন। কাকতালীয়ভাবে, এক বছর বাদে সেই অক্টোবরেই ফের শিরোনামে এলেন তিনি! একটি নতুন ওয়েব সিরিজের মাধ্যমে ডেব্যু করতে চলেছেন তিনি। তবে, অভিনেতা হিসেবে নয়। লেখক হিসেবে ডেব্যু হতে চলেছে তাঁর।
সূত্রের খবর অনুযায়ী, এই নতুন ওয়েব সিরিজের কাস্টিং শুরু হয়েছে সবে। একাধিক পরিচিত মুখও এই সিরিজে থাকছেন বলে খবর। চলতি বছরের শেষেই ফ্লোরে যাবে আরিয়ান খানের লেখা এই ওয়েবসিরিজটি।
আরিয়ান খানের সঙ্গেই ওই সিরিজের সহ-লেখক হিসেবে রয়েছেন বিলাল সিদ্দিকি। যিনি নেটফ্লিক্সের শো 'বার্ড অব ব্লাড'-এরও সহ-লেখক ছিলেন। এই নতুন সিরিজটির গল্প গড়ে উঠেছে ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। 'জার্সি' খ্যাত প্রীত কামানি এই ওয়েব সিরিজে থাকছেন বলেও জল্পনা।
উল্লেখ্য, ক্যামেরার সামনে নয়, বরং, ক্যামেরার পিছনের কাজেই যে বেশি উৎসাহী আরিয়ান খান, তা এর আগে একাধিকবার জানিয়েছিলেন শাহরুখ স্বয়ং। আমেরিকার বিশ্ববিদ্যালয়ে সিনেমার নানাবিধ ক্রাফটের বিষয়ে পড়াশোনাও করেছেন আরিয়ান।