জনপ্রিয় টক শো কফি উইথ করণ এ এবার অতিথি লাল সিং চাড্ডা-র দুই অভিনেতা অভিনেত্রী আমির খান (Amir Khan), করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। শোয়ের অস্বস্তিকর প্রশ্নে কতটা ঘাবড়ালেন আমির? একটুও না। দুই প্রাক্তন স্ত্রীকে নিয়েও নাকি খোলামেলাই কথা বলেছেন মিস্টার পারফেকশনিস্ট।
কোনও প্রশ্নের উত্তরে আমির বলেন, প্রাক্তন স্ত্রী রীনা দত্ত (Rina Dutta) এবং কিরণ রাও (Kiran Rao), দুজনের প্রতিই তাঁর শ্রদ্ধা রয়েছে। বিচ্ছেদের পরেও নাকি সম্পর্কে তিক্ততা আসেনি এতোটুকুও। এমন কী, আমির নাকি সপ্তাহে একবার তাঁদের সঙ্গে দেখাও করেন।
রীনা এবং আমিরের দুই সন্তান রয়েছে, আইরা এবং জুনেইদ। আমিরের তৃতীয় সন্তান আজাদের মা কিরণ রাও।
Parambrata Chatterjee: বর্ষীয়ান যাজকের ভূমিকায় পরমব্রত, পুজোর আগেই আসছে নতুন ছবি
গত বছরই কিরণের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির। কিন্তু তারপরেও একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে তাঁদের।