ফেলুদার গল্পে নারী চরিত্রের যাতায়াত তেমন নেই বললেই চলে। তা বলে রিয়াল লাইফটা ফেলুদার মতো নিশ্চয়ই চাইছেন না ইন্দ্রনীল সেনগুপ্ত। 'হত্যাপুরী'র প্রিমিয়ারও সেরকমই বলছে কিন্তু। ফেলুদার মনের মানুষ উপস্থিত ছিলেন প্রিমিয়ারে, কিন্তু সেই নিয়ে একটু হলেও রাখঢাক ছিল।
জটায়ুর ভাষায় বললে 'হাইলি সাসপিশাস', ফেলুদার ছবির প্রিমিয়ারে ঈশা সাহাকে দেখা গেল, কিন্তু একটু যেন আড়ালে তিনি। এদিকে অনস্ক্রিন ফেলুদার সঙ্গে তাঁর অফস্ক্রিন রসায়ন জমে ওঠার খবর কিন্তু টলিউডে কান পাতলেই পাওয়া যায়। তবে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন না ইন্দ্রনীল-ইশার কেউই। ব্যক্তিজীবন নিয়ে মুখে কুলুপ দুজনেরই।
Rahul Gandhi: ভারত জোড়ো যাত্রা বন্ধ করতেই ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে করোনাকে, অভিযোগ রাহুল গান্ধীর
গতবছর 'তরুলতার ভূত' ছবিতে একসঙ্গে দেখা গেছিল দুজনকে, শোনা যায় তখন থেকেই নাকি বেড়েছিল অন্তরঙ্গতা।