দুজনেই নানা কারণে এখন রয়েছেন আলোচনায়। টেলিভিশনে একে অন্যের বিপরীতে এই প্রথম। জি বাংলায় সদ্য মুক্তি পেল অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty) এবং জিতু কমল (Jeetu Kamal) অভিনীত ছবি 'ফ্ল্যাট থেকে পালিয়ে'।
এই ছবিতে অঙ্কিতা ও জিতু ছাড়াও অভিনয় করলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandypadhyay) ও আর্যকে। পরিচালনার দায়িত্বে আরণ্যক চট্টোপাধ্যায়। বাবা-মা আর ডিলান, এই ডিলানের ছোট্ট পরিবার। সেই ডিলানের সঙ্গে বন্ধুত্ব হয় ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডের ছেলের। লকডাউনের সময়কার সমস্যা নিয়েই এই ছবি। বন্ধুর অভাবে নিঃসঙ্গ ডিলান একদিন ফ্ল্যাট থেকে পালাতে যায়।
ডিলানের মা বাবার চরিত্রে অঙ্কিতা এবং জিতু। সম্প্রতি জিতু কমলকে নিয়ে খুব আলোচনা চলছে অনীক দত্ত পরিচালিত ছবিতে সত্যজিতের ভূমিকায় অভিনয় করছেন জিতু। অন্যদিকে অঙ্কিতা সম্প্রতি সবার আড়ালে বিয়ে করেছেন টলি পাড়ারই বন্ধু অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে।