বৃহস্পতিবার সকালে আচমকাই অজ্ঞান হয়ে গেলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। সাত তাড়াতাড়ি ঢাকার বনানীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল অভিনেত্রীকে।
নুসরতের মা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন নুসরত, তার জেরেই আচমকা অজ্ঞান হয়ে যান। তারপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
সম্প্রতি বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বায়োপিক ঘোষণা হয়েছে, হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরত। টলিউডেও নুসরত একটি পরিচিত নাম। বিবাহ অভিযান, আবার বিবাহ অভিযান-এর মতো ছবিতে অঙ্কুশ-নুসরতের জুটি খুবই জনপ্রিয় হয়েছিল টলিপাড়ায়।