জুনের মাঝামাঝি চার দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক(Bank Holiday in June)। আগে থেকে না জেনে রাখলে অসুবিধা হতে পারে গ্রাহকদের।
আগামী ১১ জুন থেকে ১৫ জুন, এই পাঁচ দিনের মধ্যে চারদিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে সব ব্যাঙ্কই একসঙ্গে বন্ধ থাকছে না। এবং সারা দেশেই একই দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে, তা-ও নয়। অঞ্চল বিশেষে কোনও কোনও ব্যাঙ্ক বন্ধ থাকছে।
১১ জুন মাসের দ্বিতীয় শনিবার( Second Saturday), তাই রাষ্ট্রায়ত্ত সব ব্যাঙ্ক বন্ধ সারা দেশজুড়েই। ১২ জুন রবিবার। ১৪ জুন মঙ্গলবার সন্ত গুরু কবীর জয়ন্তীতে ব্যাঙ্ক বন্ধ থাকবে চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পঞ্জাব এবং ওড়িশায়। ১৫ জুন, বুধবার গুরু হরগোবিন্দ জয়ন্তী, সেই উপলক্ষে জম্মু-কাশ্মীর এবং ওড়িশা ও মিজোরামে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে অনলাইনে ব্যাঙ্কিং এর যে সমস্ত কাজ হয়া সম্ভব, ছুটির দিনেও তা করা যাবে বাড়িতে বসেই।