ব্রিটিশ সারভাইভাল বিশেষজ্ঞ বিয়ার গ্রিলসের বিখ্যাত টিভি শো 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর সঙ্গে সকলেই পরিচিত । ইতিমধ্যেই শো-এ অংশগ্রহণ করেছেন মোদী, রজনীকান্তরা । এবার নাকি বিরাট কোহলি এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দুঃসাহসিক অভিযানে বেরতে চলেছেন বিয়ার গ্রিলস । তবে, সবটাই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে । তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইতিমধ্যেই সেই বিষয়ে নাকি দু'জনের সঙ্গে কথাবার্তাও কিছুটা এগিয়েছেন গ্রিলস । গোটা বিষয়টা নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত ।
বিয়ার গ্রিলস বলেন,'এখনও কিছু নিশ্চিত হয়নি । এই বিষয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছি। এখনো পর্যন্ত সঠিক দিকেই এগোচ্ছে। বিষয়টি নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। তিনি আরও বলেন, 'পরবর্তী শো-তে বিরাট কোহলির সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া অন্যতম সেলিব্রেটি হিসাবে অংশগ্রহণ করবেন। বিশ্বজুড়ে তাঁরা ভক্তদের অনুপ্রাণিত করে আসছেন। তাঁদের জীবনের গল্প শোনা আমার এবং প্রত্যেকের কাছেই বড় সুযোগ ।'
এর আগে বিয়ার গ্রিলস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভিকি কৌশল, অক্ষয় কুমার, রণবীর সিংয়ের সঙ্গে একটি দুঃসাহসিক যাত্রা করেছিলেন ।