'মেরা কুছ সমান, তুমহারে পাশ পড়া হ্যায়' বা 'তুঝসে নরাজ নেহি, জিন্দেগি পড়েশান হু ম্যায়'', হিন্দি ছবির এ'সব কালজয়ী গান তৈরি হয়েছিল যার কলমে, সেই গুলজার এবার গান লিখলেন সৃজিত মুখোপাধ্যায়ের জন্য। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) বহু প্রতীক্ষিত বলিউড প্রজেক্ট ‘শেরদিল’। কাস্টিংও বাঘা! মুখ্য ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Thripathi)। আর সেই ছবির জন্যই গান লিখলেন গুলজার সাহেব (Gulzar)।
বুধবার সন্ধেবেলাই গুলজারের সঙ্গে একটি ছবি পোস্ট করে এ কথা জানালেন পরিচালক। সৃজিত জানালেন, প্রথমটায় খানিক ভয় নিয়েই ছবিটা পাঠিয়েছিলাম গুলজার সা’বকে। দেখে উনি যখন জানালেন যে, ছবিটা ওনার খুব পছন্দ হয়েছে। তখনই সিনেমার জন্য গান লিখতে চান গুলজার, শেরদিল-এর টাইটেল সং লিখছেন উনি। এবার আমি শান্তিতে মরতে পারব।”
শেরদিলের আগে অবশ্য সৃজিতের হাতে রয়েছে মিতালি রাজের বায়োপিক তাপসী পান্নু অভিনীত ‘সাবাশ মিঠু' ।
নতুন 'সাইকো-থ্রিলার' সিরিজ নিয়ে আসছেন রাতুল-রাহুল জুটি, শুটিং শুরু এপ্রিলে