বাংলা মেগার কেন্দ্রীয় চরিত্র হয়েছেন। মৌ-এর বাড়ির মৌ, মানে অদ্রিজা রায়। সেই অদ্রিজা বেশ কয়েকদিন ধরে রয়েছেন মুম্বই-তে। ব্যাপারখানা কী? বড় অফার এসেছে অভিনেত্রীর কাছে। কালার্স এর ‘দুর্গা অউর চারু’ সিরিয়ালের অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে অদ্রিজাকে।
বাংলা থেকে হিন্দি টেলিভিশনের দুনিয়ায় পা রাখা, স্বপ্নের উড়ানে নেক্সট স্টপেজ কি তাহলে বলিউড? কলকাতা ছেড়ে মুম্বই, নতুন শহর, কাজের নতুন পরিবেশ, কেমন লাগছে? একটি সংবাদমাধ্যমকে অদ্রিজা জানিয়েছেন, মুম্বই বেশ লাগছে, তবে কাজের ব্যাপারে একেবারে নতুন, এখনও ধারাবাহিকের শুট শুরু হয়নি, শুধু প্রোমো শুট হয়েছে।
TISS-Modi Docmentary: কর্তৃপক্ষের সায় ছাড়াই মোদীর তথ্যচিত্র দেখানোর উদ্যোগ TISS-এর মুম্বই ক্যাম্পাসে
অভিনেত্রী আরও জানিয়েছেন, এই প্রযোজনা সংস্থার অন্য একটি বাংলা সিরিয়ালে কাজ করার কথা ছিল। কিন্তু শেষমেশ এই হিন্দি সিরিয়ালে ‘চারু’-র চরিত্রের জন্য নির্বাচন করে ওরা।