এমনিতে মানুষ ভূতে ভয় পায়। কিন্তু এখানে উলটপুরাণ! ভূতই মানুষ ভয় পাচ্ছে। সামনে এল সৌকর্য ঘোষালের নতুন ছবির ট্রেলার।
আড়াই মিনিটের ট্রেলারেই বেশ রহস্য ঘনিয়েছে। ভূতের চরিত্রে জয়া এহসান। বেশ খানিকটা আলো আঁধারি ট্রেলারকে আরও রহস্যময় করে তুলেছে। জয়া ছাড়াও ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, টলিপাড়ার পাওয়ার হাউজরা রয়েছেন এ ছবিতে।
Tota Roychowdhury: বহুদিন পর কমার্শিয়াল ছবিতে টোটা! বলিউড ঘুরে ফের টলিউডের অ্যাকশন ছবিতে 'ফেলুদা'
মানুষ মরে ভূত হয়, আর ভূত মরে পরী? বনলতার ভূত মরে কী হল? জানতে হলে এ ছবি দেখতেই হবে। ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।