একের পর এক সুখবরে ভাসছে বলিউড। চলতি মাসেই মা হয়েছেন রণবীর ঘরনী আলিয়া ভাট। এবার মা হলেন বিপাশা বসু। করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের ছ'বছরের মাথায় ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন বিপাশা বসু। দুই রাজকন্যেকে পেয়ে বলিউডেও কার্যত সাজো সাজো রব।
চুটিয়ে মাতৃত্বকাল উপভোগ করেছিলেন বিপাশা বসু। সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন একাধিক ছবিও। ২০১৫ সালে ভূষণ প্যাটেলের ছবি 'এলোন'-একসঙ্গে অভিনয় করেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম। ২০১৬ সালে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বিয়ের ৬ বছর পর ২ থেকে তিন হলেন তারা।