‘বছর পাঁচেক পর আবারও ছোটপর্দায় সঞ্চালনা। পুরনো জুতোয় আরেকবার পা গলিয়ে নেওয়া অভিনেতা বিশ্বনাথ বসুর। জি বাংলা’র নতুন গেম শো‘ঘরে ঘরে জি বাংলা’র সঞ্চালনা করতে অপরাজিতা আঢ্যর সঙ্গে আসছেন বিশ্বনাথ বসু।
এর আগে ‘ফিরে আসার গান’ বা ‘ভ্যাবাচাকা ২’-এর মতো রিয়্যালিটি শো-এ সঞ্চালকের ভূমিকায় দর্শক তাঁকে দেখেছেন। এই মুহূর্তে ‘ঘরে ঘরে জি বাংলা’র শুটিং চলছে জোরকদমে। মানুষের সঙ্গে আরও বেশি মেশা, কথা বলার সুযোগ হচ্ছে বলে কাজ বেশ উপভোগ করছেন বিশ্বনাথ।
মূলত, কলকাতায় যে সমস্ত পর্বে শুটিং হবে সেখানে সঞ্চালনার দায়িত্ব সামলাবেন অপরাজিতা। অন্য দিকে, মফস্সলের পর্বে দেখা যাবে বিশ্বনাথকে। তিনি নিজেও কলকাতার বাইরেই বড় হয়েছেন, তাই কাজের সূত্রে বেশ খানিকটা নস্টালজিয়া আক্রান্ত অভিনেতা।