ফের প্রতারণার শিকার হলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। এর আগেও তাঁর নাম ভাড়িয়ে জাল ইমেল আইডি তৈরি করা হয়েছিল। তখন সেই ইমেল ব্যবহার করে তাঁর নাম (Rajkummar Rao fraud case) করে ৩ কোটি টাকার দাবি করা হয়েছিল। শনিবার একটি টুইট (Rajkummar Rao tweeted) করে তাঁর প্যান কার্ডের অপব্যবহার করা হয়েছে বলে জানিয়ে এই প্রখ্যাত অভিনেতা লেখেন, 'আমার প্যান কার্ডের অপব্যবহার করে আমার নামে ২,৫০০ টাকা তোলা হয়েছে। যার ফলে আমার সিবিল স্কোর ক্ষতিগ্রস্ত হয়েছে'।
আরও পড়ুন: কবে নামছেন মেসি-রোনাল্ডো, কাতার বিশ্বকাপের সূচি প্রকাশ ফিফার
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আধিকারিকদের (CIBIL) হস্তক্ষেপ চেয়ে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। যদিও, এখনও পর্যন্ত 'ক্রেডিট ইনফরমেশন ব্যুরো লিমিটেড'-এর পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে কোনও উত্তর দেওয়া হয়নি।
প্রসঙ্গত, প্রতিদিন হাজার হাজার মানুষকে এই সাইবার জালিয়াতির (Cyber crime) ফাঁদে পড়তে হয়। খোয়া যায় বহু টাকা। সাইবার ক্রাইম বিভাগ এই বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের পাকড়াও করলেও এই অপরাধ বর্তমানে ক্রমবর্ধমান। যার ঠেলায় অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি।