দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষ, পাখির চোখেই তীর লিওনেল মেসির। বিশ্বকাপ জয় আর্জেন্টিনার। ফ্রান্সের দুর্বোধ্য ডিফেন্স সঙ্গে এমবাপের হ্যাট্রিক। শেষে বিশ্বকাপে চুম্বন মেসির, চোখ সার্থক ফুটবল বিশ্বের। আশেপাশে আর্জেন্টিনার সমর্থকদের হুঙ্কার। বলিউড থেকে টলিউড তারকারাও গা ভাসিয়েছেন মেসির জয়ে। সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন অনিল কাপুর, দেব, কিং খান থেকে শুরু করে মীর স্বস্তিকা মুখোপাধ্যায়।
অনিল কাপুর লিখছেন, 'অপূর্ব ম্যাচ, অপূর্ব প্লেয়ার। বিশ্বকাপের এর চেয়ে ভালো শেষ আর হতে পারে না।', পাশাপাশি প্রশংসায় মেসির পিঠ চাপড়ে দিয়েছেন অনিল। বিশ্বকাপ ফাইনাল দেখে নস্টালজিক শাহরুখ খান। তিনি লিখছেন, 'আমরা সেরা বিশ্বকাপ ফাইনাল দেখলাম। মনে পড়ে মায়ের সঙ্গে বসে ছোট টিভিতে দেখা বিশ্বকাপের কথা, আজ দেখছি বাচ্চাদের সঙ্গে।' মেসিকে ধন্যবাদ জানিয়ে কিং খান লিখছেন, 'ধন্যবাদ মেসি! স্বপ্ন, পরিশ্রমে এবং প্রতিভায় বিশ্বাস বাড়ানোর জন্য।'
আর্জেন্টিনার জয়ে গা ভাসিয়েছে টলিউডও। এহেন উত্তেজনার মুহূর্তে কমিক রিলিফ দিয়ে মীর লিখেছেন, 'দিদি কাল প্লিজ সরকারি ছুটি হয়ে যাক। নীল সাদার দিব্যি।' টলিস্টার দেব লিখেছেন, 'মেসি ইজ ইমোশান, ওয়েল প্লেইড ফ্রান্স'। প্রয়াত বাবা শন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে জয় ভাগ করে নিয়ে স্বস্তিকা লিখলেন, 'বাবা শুনছ, তুমি জিতে গেছ'। ঘড়ির কাটায় রাত গড়াচ্ছে ক্রমেই, কিন্তু আজ যেন ঘুম উড়েছে আর্জেন্টিনা সমর্থকদের, আনন্দঅশ্রুতে ভিজছে মেসিভক্তদের গাল।