রাজ কুমার হিরানির (Raj Kumar Hirani) পরিচালনায়, শাহরুখের ছবি ‘ডাঙ্কি’ (Dunky) মুক্তির অপেক্ষায় দিন গুনছে গোটা দেশ। ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ র মতো একাধিক সিনেমায় রাজের ‘হিরো’ ছিলেন আমির। এবার সেই জায়গায় কিং। কিন্তু পেশার ক্ষেত্রে বোধহয় সৌজন্যের থেকে বড় কিছুই হয় না। ডাঙ্কি মুক্তি আগে ‘ব়্যাঞ্চো’ স্টাইলে শাহরুখ এবং পরিচালককে শুভেচ্ছা জানালেন আমির খান।
Salaar: ডানকির সঙ্গে রেষারেষি তুঙ্গে, দক্ষিণের PVR, INOX-কে ছবি দেখাতে দেবে না টিম সালার
এদিকে পরিচালক রাজকুমার ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললেন ২০ বছর, সেই সঙ্গে বন্ধু শাহরুখের ছবি মুক্তি। শুভেচ্ছা জানাতে ভুললেন না মিস্টার পারফেকশনিস্ট। একেবারে, হাসি মুখে ভিডিও বার্তায় আমির এই জুটিকে শুভেচ্ছা জানিয়ে বললেন “আমার প্রিয় পরিচালক রাজু ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করে ফেলল। শাহরুখ আর তুমি একসঙ্গে ‘ডাঙ্কি’তে যে ম্যাজিক তৈরি করেছো, তা দেখার অপেক্ষায় সকলে। সাফল্য তোমার কাছে লুটিয়ে পড়বেই কারণ তুমি প্রতিভার কদর করতে জানো’’