আমির খান (Aamir Khan) মানেই ‘হটকে’ ছবি। আমির খান মানেই ছবির বিষয়বস্তু থেকে প্রচার সব কিছুতেই নতুনত্ব এবং চমক। তাঁর নতুন ছবি লাল সিং চড্ডার (Laal Singh Chaddha) ক্ষেত্রেও অন্যথা হচ্ছে।
বলিউড দুনিয়া সহ আমিরের আপামর অনুরাগীর মধ্যে এই মুহূর্তে তাঁর নতুন ছবি লাল সিং চড্ডা নিয়ে তুমুল আগ্রহ। দীর্ঘ কয়েক বছর পর ফের পর্দায় আসতে চলেছে মিস্টার পারফেকশনিস্টের নতুন ছবি। তাই এই উন্মাদনা ও আগ্রহ স্বাভাবিক। সম্প্রতি রিলিজ করা হয়েছে ছবির গান। এবার মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার।
Aamir Khan: বিষয় খেলা, পরের ছবি নিয়ে এখনই ব্যস্ত আমির, দাবি সূত্রের
সূত্রের খবর, চলতি মরশুমের আইপিএল ফাইনালের (IPL) দিন অর্থাৎ ২৯ মে খেলা চলাকালীন আমিরের নতুন ছবির ট্রেলার মুক্তি পাবে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত সমস্ত প্রস্তুতি নাকি সেরে ফেলা হয়েছে। টিভিতে ফাইনালের লাইভ সম্প্রসারণ চলাকালীন ট্রেলারটি দেখানো হবে। বলিউড ফিল্ম দুনিয়ায় এর আগে এমনটা কখনও হয়নি। তাই স্বভাবতই এনিয়ে আগ্রহের পারদ চড়ছে।