বলিউডে জোর গুঞ্জন বচ্চন পরিবার নাকি ভাঙতে বসেছে। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে দূরত্ব বেড়েছে । অভিনেত্রীর জন্মদিনেও দেখা যায়নি অভিষেক বা বচ্চন পরিবারের কাউকে । সম্প্রতি, মেয়েকে নিয়ে শহর ছেড়েছেন মিস ওয়ার্ল্ড । বিয়ের পর ১৬ বছরের দাম্পত্য তাঁদের। কিন্তু হঠাতই বদলে গিয়েছে ছবি। বিশ্বসুন্দরীর ৫০ তম জন্মদিনেও, দায়সারা উইশ করেছিলেন অভিষেক। কিন্তু বিচ্ছেদের জল্পনা, আরও উস্কে দিলেন অভিষেক স্বয়ং। হাত থেকে বিয়ের আংটিটাও নাকি খুলে ফেলেছেন জুনিয়র বচ্চন।
Bobby Deol: 'অ্যানিম্যাল'-এর আব্রার হক, অনুরাগীদের দিলখোলা প্রশংসা শুনে কেঁদে ফেললেন 'লর্ড' ববি
আর এতেই চিন্তায় ঘুম উড়েছে অনুরাগীদের। এর আগেও বহুবার বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছে অভিষেক ঐশ্বর্যর, কিন্তু প্রতিবারই সেসব জল্পনায় জল ঢেলেছেন জুটিতে। কিন্তু এবার কিছুতেই শান্তি পাচ্ছেন না অনুরাগীরা।