অসুস্থ বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সোমবার তাঁকে ভর্তি করানো হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। জানা গিয়েছে, চিকিৎসকদের একটি দল হাসপাতালে দীর্ঘক্ষণ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। যদিও অভিনেত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে পরিবারের তরফে এখনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে এখনও চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন দীপিকা।
সোমবার বিকেলে হঠাৎই অস্বস্তি বোধ করেন অভিনেত্রী। অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতার জেরে অসুস্থতা বলে জানান চিকিৎসকরা। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। দীর্ঘক্ষণ ধরে চলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা।
আরও পড়ুন- Asha Parekh : 'দাদা সাহেব ফালকে' আশা পারেখ, ৭৯ বছরের অভিনেত্রীকে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেই অসুস্থ হয়ে পড়েন দীপিকা। অবস্থা এতটাই খারাপ ছিল যে, তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়। নতুন ছবি 'প্রজেক্ট কে'-এর শুটিং চলাকালীন ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। ভর্তি করা হয় হায়দ্রাবাদের কামিনেনী হাসপাতালে। সেইসময়ও বেশ কিছুদিন হাসপাতালে কাটাতে হয়েছিল দীপিকাকে।