করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী কাজল (Kajol Covid Positive) । সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের অসুস্থতার খবর দিয়েছেন তিনি । আপাতত হোম আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী । তবে পরিবারের আর কেউ করোনায় আক্রান্ত কি না, সেই বিষয়ে কিছু জানা যায়নি ।
রবিবার ইনস্টাগ্রামে মেহেন্দি পরা হাতে মেয়ে নাইসার (Nysa) ছবি পোস্ট করেছেন কাজল । ক্যাপশনে নিজের কোভিড পজিটিভ হওয়ার খবর জানিয়ে কিছুটা রসিকতাও করেছেন । জানিয়েছেন, সর্দিতে তাঁর চোখ-মুখ ও নাকের অবস্থা খারাপ । তাই তিনি চান না এই অবস্থায় কেউ তাঁর ছবি দেখুক । তাই মেয়ের হাসিভরা মুখের ছবি পোস্ট করেছেন তিনি । সেইসঙ্গে জানিয়েছেন, মেয়েকে তিনি কতটা মিস করছেন । কাজলের এই পোস্টের পর থেকেই কমেন্ট করছেন তাঁর অনুরাগীরা । সবাই তাঁর দ্রুত সু্স্থতা কামনা করেছেন ।
করোনার তৃতীয় ঢেউয়ে বলিউডে (Bollywood) একের পর এক তারকা কোভিডে (Covid) আক্রান্ত হয়েছেন । এই তালিকায় রয়েছে করিনা কাপুর, অর্জুন কাপুর থেকে শুরু করে জন আব্রাহাম, নোরা ফতেহি, সোনু নিগম-সহ আরও অনেকে ।