রবিবার প্রয়াত হয়েছে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। এদিন সন্ধেবেলা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। লতার ভাইপো আদিনাথ মঙ্গেশকর সোমবার শিবাজী পার্ক (Shivaji Park) থেকে তাঁর চিতাভষ্ম একটি মাটির পাত্রে সংগ্রহ করে বাড়ি নিয়ে যান। আদিনাথ হলেন লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের পুত্র।
গোটা দেশ তাঁদের প্রিয় শিল্পীকে বিদায় জানানোর পর রবিবার হৃদয়নাথ তাঁর দিদি লতা মঙ্গেশকরের মুখাগ্নি করেন।
আরও পড়ুন: লতার সঙ্গে শৈশবের ছবি শেয়ার করলেন আশা, দিদিকে হারিয়ে স্মৃতিতে ডুব বোনের
লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন করেন আটজন পুরোহিত। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গানস্যালুট দিয়ে রবিবার তাঁকে শেষ বিদায় জানিয়েছে ভারত। চলতি বছর ৮ জানুয়ারি কোভিড ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল লতা মঙ্গেশকরকে।