প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) ৫০-তম জন্মদিন। অথচ নেই কোনও আড়ম্বর। অত্যন্ত সাদামাটা ভাবেই ১ নভেম্বর নিজের জন্মদিন পালন করলেন বচ্চন পরিবারের পুত্রবধূ।
৫০-তম জন্মদিনে ঐশ্বর্যর পাশে ছিলেন না স্বামী অভিষেক বচ্চনও। জুনিয়র বচ্ছন সোশ্যাল মিডিয়ায় স্ত্রী-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বটে। কিন্তু সেই শুভেচ্ছাও নেহাত সাদামাটা।
আরও পড়ুন - অ্যাকশন থেকে সোজা কমেডি...'ডাঙ্কি'-র টিজারে চমক শাহরুখের
একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন অভিষেক। ক্যাপশনে স্রেফ 'শুভ জন্মদিন' লিখেছেন তিনি। আর তা দেখেই পাকছে জল্পনা। তবে, কি শ্বশুরবাড়িতে আরও বেড়েছে অশান্তি? সেই কারণেই পরিবার ছাড়া শুধু মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাইকে নিয়েই জন্মদিন পালন করলেন বলিউডের 'পারো'।