সোমবার তিলোত্তমায় এসেছিলেন রকি - রানি (Rocky Aur Rani Ki Prem Kahaani)। করণ জোহারের বহু প্রতীক্ষিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে আলিয়া (Alia Bhatt) অভিনয় করছেন একজন বাঙালি মেয়ের চরিত্রে। বাঙালি মেয়ে কলকাতায় এসে বাংলা বলবেন না তা কী হয়? তাঁর মুখে একটিবার ‘নমস্কার’ শুনতেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সকলে।
আলিয়া মঞ্চে ওঠার আগে পাখি পড়ার মতো করে প্র্যাকটিসও করেছিলেন কয়েকটা লাইন ‘নমস্কার কলকাতা, কেমন আছো তোমরা সবাই’ ! বারংবার রিহার্সাল করার পর স্টেজে উঠে শুরুটা ভালোই করেছিলেন ‘রানি ‘ কিন্তু তারপর একটু আটকে যায়।
Pori Moni : ভরা আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন পরীমণি, বিচারককে কাতর আর্জি অভিনেত্রীর
তবে আলিয়ার সঙ্গে খুনসুটি করার সুযোগ হাত ছাড়া করেননি রণভীর সিং। আলিয়াকে টিপ্পনি কেটে রকি বলেন, ভাল লেখাপড়া করে এসেও পরীক্ষায় ভুলে গিয়েছে আলিয়া। কিন্তু জায়গায় দাঁড়িয়েই ভাঙা ভাঙা বাংলায় গোটা বাক্য শেষ করেন মহেশ কন্যা। আলিয়ার মুখে বাংলা শুনে বেজায় খুশি কলকাতাবাসীর। আলিয়া শেষে স্বীকার করেন দুদিন ধরে এই লাইন প্র্যাকটিস করেছিলেন তিনি, কিন্তু কলকাতার সকলকে দেখে এত লাল রং দেখে সবটাই ভুলে গিয়েছিলেন নায়িকা।