ক্যামেরা তারকাদের সর্বক্ষণের সঙ্গী । কিন্তু,বাড়িতে ব্যক্তিগত মুহূর্তও যদি অতর্কিতে লেন্সবন্দী হয়, তাহলে, তা গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ করা ছাড়া আর কিছুই নয় । এমনই মনে করেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) । সম্প্রতি, তাঁর সঙ্গেও এমনই ঘটনা ঘটেছে । আসলে, বাড়িতে একান্ত ব্যক্তিগত মুহূর্ত যাপন করছিলেন আলিয়া ভাট (Alia Bhatt slams media) । সেইসময় অতর্কিতে পাপারাজ্জীদের ক্যামেরায় লেন্সবন্দী হন তিনি । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । আর এই বিষয়ে নেটমাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন রণবীর ঘরণী । রাহার সুরক্ষা নিয়ে চিন্তিত মা আলিয়া ।
বাড়ির বৈঠকখানায় বসে একান্তে সময় কাটাচ্ছিলেন আলিয়া । পরনে বাড়ির পোশাক । ঠিক সেইসময় দু’জন পাপারাজ্জী তাঁর প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে ক্যামেরা বন্দী করেন আলিয়াকে । সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরে আলিয়া বলেন, "এটা কোন ধরনের রসিকতা!এই ধরনের কাজের অনুমতি কোথায় রয়েছে? এটা এক জনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সব কিছুর একটা সীমা রয়েছে, যা পার করা উচিত নয়। " সেইসঙ্গে তাঁর পোস্টে মুম্বই পুলিশকেও ট্যাগ করেছেন অভিনেত্রী । কড়া ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন ।
আরও পড়ুন, Mimi Chakraborty: খাবারে চুল থাকার অভিযোগ, এমিরেটসের বিরুদ্ধে সরব মিমি চক্রবর্তী
গোটা ঘটনায় আলিয়া পাশে পেয়েছেন সতীর্থদের । আলিয়ার পোস্ট শেয়ার করে অর্জুন কাপুর লিখেছেন, একেবারে নির্লজ্জ । সব সীমা এরা অতিক্রম করে ফেলছে । মেয়েদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন । অনুষ্কা শর্মা লেখেন, এমন ঘটনা তাঁদের সঙ্গেও ঘটেছে । মানুষের গোপনীয়তাকে এরা সম্মান করতে জানে না ।