ভারত-পাক ম্যাচ চলাকালীন খোশ মেজাজে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ম্যাচ উপভোগ করলেন গ্যালারিতে বসে। ছবিও তুললেন। আর তাঁর ছবি তুলে দিলেন বলিউডের প্রথম সারির গায়ক অরিজিৎ সিং ( Arijit Singh )। যে ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
ভারত-পাক ম্যাচ চলাকালীন অনুষ্কার ছবি তুলতে ব্যস্ত অরিজিৎ। গায়কের এহেন কাণ্ড দেখে এক্কেবারে হেসে লুটোপুটি খাচ্ছেন নায়িকা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাদা শার্ট এবং জিন্স পরে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অরিজিৎকে। অনুষ্কাকে বলছেন পোজ দেওয়ার কথা। অন্য দিকে সাদা ঢিলেঢালা পোশাক পরে গ্যালারিতেই ছিলেন অনুশকা। অরিজিতের আবদারে বেবিবাম্প আড়াল করে হাসিমুখে ভিক্ট্রি সাইন দেখিয়ে পোজ দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন - কপ ইউনিভার্সে এবার দীপিকা পাড়ুকোন, 'সিংঘম এগেইন'-এ তাঁর লুক প্রকাশ্যে
ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। প্রেগনেন্সির গুঞ্জনের মাঝেই টিম ইন্ডিয়াকে সাপোর্ট করতে আহমেদাবাদে পাড়ি দিয়েছিলেন বিরাট পত্নী। অন্যদিকে এদিন ভারত পাক ম্যাচ শুরু হওয়ার আগে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিসিসিআই। যে অনুষ্ঠানে গান গেয়েছেন অরিজিৎ সিং।