এই মুহূর্তে নিজের কেরিয়ারের শিখরে রয়েছেন অরিজিৎ সিং। আসমুদ্র হিমাচলে তাঁর অসংখ্য ভক্ত। তাঁর শো মানেই নিমেষে টিকিট উড়ে যাওয়া। বিদেশের মাটিতেও অসংখ্য শো করেছেন এই বাঙালি গায়ক। এবার তাঁর গান 'বইরিয়া' জায়গা করে নিল স্পেনের অন্যতম জনপ্রিয় ফুটবল স্টেডিয়াম ক্যাম্প ন্যুতে৷ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ ম্যাচ চলাকালীন ডিজিটাল বোর্ডে দেখা গেল ‘বইরিয়া’। এই প্রথম কোনও ফুটবল ম্যাচে বেজে উঠল বলিউডের গান।
Sealdaha Train News : রেল সেতুর সংস্কার, শনিবার রাত থেকে ২৩ ঘণ্টা বন্ধ শিয়ালদহ-নৈহাটি শাখার ট্রেন
আন্তর্জাতিক স্তরে এই গানের সাফল্যে খুশি নির্মাতারাও। অরিজিৎ -ও এই ঘটনায় যারপরনাই আপ্লুত৷ অরিজিৎ জানান, তিনি বলেন, ‘‘আমি খুশি হয়েছিলাম যে আমাদের গান ‘বইরিয়া’ নিজের খাতে বয়ে বার্সেলোনার হোমগ্রাউন্ড ক্যাম্প ন্যুতে জায়গা করে নিয়েছে।