বিগবস ১৬ -এর (Big Boss) প্রতিযোগী সাজিদ খানকে (Sajid Khan) শো থেকে বের করে দিতে হবে। এমনই দাবি তুলল দিল্লি মহিলা কমিশন (Delhi Commission of Women) । বিগবস থেকে সাজিদকে যাতে সরিয়ে দেওয়া হয়, সেই দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠিও লিখেছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। উল্লেখ্য, ‘মি টু’ (Me Too) আন্দোলনের সময় সাজিদের বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ।
স্বাতী মালিওয়াল সোমবার টুইটারে লেখেন, ‘মি টু’ আন্দোলনের সময় দশজন মহিলা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন । এসব অভিযোগ সাজিদের জঘন্য মানসিকতার পরিচয় দেয়। এখন, এই লোকটিকে ‘বিগ বস’-এ জায়গা দেওয়া হয়েছে, যেটা অন্যায়! সাজিদ খানকে এই শো থেকে সরিয়ে দেওয়ার জন্য অনুরাগ ঠাকুরকে লিখিত আবেদন জানিয়েছেন তিনি । সাজিদকে এভাবে একটি শোয়ে দেখানো মানে সেইসব মহিলাকে অসম্মান করা, যাঁরা পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন, সাজিদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন । সাজিদকে বিগ বস থেকে বের করে তাঁর বিরুদ্ধে তদন্ত করা উচিত ।
আরও পড়ুন, Karan Johar:'শুধু পজিটিভ এনার্জির জন্য জায়গা বাড়াতে চান', টুইটার থেকে বিদায় নিলেন করণ জোহার
পয়লা অক্টোব থেকে শুরু হয়েছে ‘বিগ বস’-এর নতুন মরসুম । এবারও শোয়ের সঞ্চালনা করছেন সলমন খান । নতুন সিজনে ১৭ জন প্রতিযোগীর মধ্যে রয়েছেন সাজিদ খান । ২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনের সময় সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক সমিতি থেকে তাঁকে এক বছরের জন্য বরখাস্ত করা হয়েছিল । ‘হাউসফুল ৪’ সিনেমার পরিচালনার দায়িত্ব থেকেও সাজিদকে সরিয়ে দেওয়া হয়। সেই দায়িত্ব সামলান ফারহাদ শামজি। সেইসময় তাঁর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন ব়্যাচেল হোয়াইট, করিশ্মা উপাধ্যায়, সিমরন সুরি ও সলোনি চোপড়ার মতো একাধিক অভিনেত্রী । তাঁরা বিগবসে সাজিদকে দেখতে চাইছেন না । শোয়ে সাজিদের উপস্থিতি নিয়ে তীব্র নিন্দা করেছেন দেবলীনা ভট্টাচার্য, সোনা মহাপাত্ররা ।