'জওয়ান' ম্যাজিকে মুগ্ধ দর্শকরা। এর মধ্যেই ভক্তদের জন্য সুখবর। বড়দিনের ছুটিতেই রুপোলি পর্দায় ফিরছে শাহরুখ (Shah Rukh Khan) ম্যাজিক। তবে, এখনও পর্যন্ত রাজকুমার হিরানির সিনেমা 'ডাঙ্কি' (Dunki) কোনও ঝলক প্রকাশ্যে আসেনি। অবশেষে অপেক্ষার আবসান।
সামনে এল বড়সড় আপডেট। জানা যাচ্ছে, এই সিনেমার প্রথম ঝলক সামনে আসবে আগামী বৃহস্পতিবার, ২ নভেম্বর অর্থাৎ কিং খানের জন্ম দিনের দিন। জানা গিয়েছে, জন্মদিনের দিন নিজের বাংলো 'মন্নত'-তে একটি পার্টির আয়োজন করেছেন কিং খান। ওই পার্টিতেই আমন্ত্রিত থাকবেন শাহরুখের ভক্তরা। এইদিন সকলের সামনেই 'ডাঙ্কি' ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনবেন কিং খান।
আরও পড়ুন - সাদামাটা পোশাক, গায়ে গামছা, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রাজ বললেন, এখনও পর্নের সঙ্গে যুক্ত !
শাহরুখ, রাজকুমার হিরানি এবং জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন এই ছবি। এই ছবিতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, তাপসী পান্নু, ভিকি কৌশল, দিয়া মির্জা, বোমন ইরানি, সতীশ শাহ এবং পরীক্ষিত সাহনি।