মাটির সঙ্গে দোস্তি রেখেই চলতে পছন্দ করেন অরিজিৎ সিং। সারা বিশ্ব তাঁর গানে বুঁদ ,তাঁর কনসার্টের টিকিট খইয়ের মতো উড়ে যায়। কিন্তু আকাশছোঁয়া সাফল্যেও অহংকার ছুঁতে পারেনি অরিজিৎকে। বরাবরই তিনি তারকা থেকে সাধারণ মানুষ হয়ে থাকতেই বেশি পছন্দ করেন। মানুষের সঙ্গে মিশতেও কোনও আপত্তি থাকে না তাঁর। আবারও সেই প্রমাণ পাওয়া গেল।
সম্প্রতি, মরিশাসে একটি অনুষ্ঠানে যান অরিজিৎ। প্রিয় গায়ককে সচক্ষে দেখতে পেয়ে আবেগে ভাসেন এক অনুরাগী। অতর্কিতে অরিজিৎ-কে জড়িয়ে চুম্বনও করে বসেন। এই আবেগের যথাযোগ্য মর্যাদা দিলেন গায়কও। মেজাজ না হারিয়ে অনুরাগীর আবেগকে সম্মান করে তাঁর মাথায় রেখে দিলেন স্নেহের। পরশ ফের একবার মন জিতে নিলেন তিনি।