অজয় দেবগণের 'দৃশ্যম' ভালই হিট হয়েছিল । সাত বছর পর সিনেমার সিক্যুয়েল 'দৃশ্যম টু' নিয়ে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে প্রত্যাশা ছিল অনেক । আর সেই প্রত্যাশায় ভাল নম্বর নিয়ে উতড়ে গিয়েছে অজয় ও তাবুর সিনেমা । বলিউডের খারাপ সময়ে পর আশার আলো দেখাল 'দৃশ্যম টু'। প্রথম দিনে বক্স অফিসে ভালই ব্যবসা করেছে এই সিনেমা । 'ভুল ভুলাইয়া টু' সিনেমা মুক্তির প্রথম দিনের রেকর্ড ভেঙে ফেলেছে 'দৃশ্যম টু' । অভিষেক পাঠক পরিচালিত সিনেমার প্রথম দিনের বক্স অফিস কালেকশন প্রায় ১৫.৩৮ কোটি ।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন,নানা ওঠা-পড়ার মধ্যে দিয়ে যাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রি । সেখানে'দৃশ্যম টু' ঝিমিয়ে পড়া ইন্ডাস্ট্রিকে ফের যেন পুনরুজ্জীবিত করল । ২০২২-এর সেকেন্ড হায়েস্ট ওপেনিং সিনেমা । শুক্রবারে ১৫.৩৮ কোটি টাকা আয় হয়েছে । শনি-রবিবারে তা ৫০ কোটি ছাড়াবে বলে আশা করছেন তিনি । উল্লেখ্য, আলিয়া-রণবীরের 'ব্রহ্মাস্ত্র'-র প্রথম দিনের ব্যবসা ছিল ৩৭ কোটির । সেই হিসেবে ২০২২-এর হিন্দি ছবির বড় ওপেনিংয়ের মধ্যে 'দৃশ্যম টু' দ্বিতীয় ।
সাত বছর আগে ঠিক যেখানে শেষ হয়েছিল 'দৃশ্যম' । সেখান থেকেই শুরু হয়েছে 'দৃশ্যম টু'-এর গল্প । অজয় দেবগণ, তাবু ছাড়াও সিনেমায় অভিনয় করছেন ইশিতা দত্ত, অক্ষয় খান্না, রজত কাপুর এবং শ্রিয়া শ্যারণ । শেষপর্যন্ত কি বিজয় সলগাঁওকরের পরিবারের রহস্য উদঘাটিত হবে ? তা জানতে গেলে প্রেক্ষাগৃহে দেখে আসুন 'দৃশ্যম টু' । ইতিমধ্যেই,ইতিবাচক রিভিউ পেয়েছে এই ছবি । ১৮ নভেম্বর সিনেমার মুক্তির আগের থেকেই টিকিটের চাহিদা ছিল তুঙ্গে । জানা গিয়েছে, ছবি মুক্তির পর টিকিটের চাহিদা আরও বেড়েছে । বেশিরভাগ শো হাউজফুল । 'দৃশ্যম টু'-এর হাত ধরে ফের আশার আলো দেখতে পাচ্ছে বলিউড ।