২০২৪ সালে একাধিক নতুন মুক্তির ঘোষণা করল অ্যামাজন প্রাইম ভিডিও । মুম্বইতে অনুষ্ঠিত ‘আর ইউ রেডি’ ইভেন্টে একগুচ্ছ সিনেমা-সিরিজের নাম ঘোষণা করেছে প্রাইম । সেই তালিকায় রয়েছে 'পঞ্চায়েত সিজন থ্রি' থেকে 'পাতাল লোক সিজন টু', 'সিটাডেল: হানি বানি', চলতি বছরই এগুলি মুক্তি পাবে প্রাইম ভিডিওতে ।
সিটাডেল: হানি বানি
গুলকান্দা টেলস
মটকা কিং
দুপহিয়া
দলদল
অন্ধেরা
ইন ট্রানসিট
ব্যান্ডওয়ালে
জিদ্দি গার্লস
অ্যায় ওয়াতন মেরে ওয়াতন
সুপারমেন অফ মালেগাঁও
হাউজফুল ৫
বাঘি ৪
এছাড়াও আরও প্রোজেক্ট ঘোষণা করা হয়েছে । যেখানে নতুন সিনেমা ও সিরিজ রয়েছে, সেইসঙ্গে পুরনো সিরিজের নতুন সিজনের ঘোষণা । এদিকে, মির্জাপুর সিজন থ্রি-এর ঝলক প্রকাশ্যে আসেছে ।