‘গ্রীক গড’ হৃতিক রোশনের বহুল প্রতীক্ষিত ছবি 'ফাইটার'-এর টিজার প্রকাশ্যে এসেছে। টিজারে এক ঝলক করে দেখা গিয়েছে অনিল কাপুর, দীপিকা পাড়ুকোনকেও। ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজারে দীপিকা-হৃত্বিককে ফাইটার জেট ওড়াতে দেখা গিয়েছে।
ছবিতে হৃতিকের চরিত্রের নাম 'প্যাটি'। দীপিকাকে 'মিন্নি' চরিত্রে এবং অনিল কাপুরকে 'রকি' চরিত্রে দেখা যাচ্ছে। এছাড়াও এই ছবিতে দেখা যাবে করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়কে। 'ফাইটার' পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটিও YRF এর স্পাই ইউনিভার্সের অংশ। ছবিটি আগামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুক্তি পাবে, ২৫ জানুয়ারি।