বলিউডের সবচেয়ে সুন্দর নিরামিষাশী সেলেবের পুরস্কার জিতে নিলেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ (Jackie Shroff), PETA আয়োজিত এই অনুষ্ঠানে অনুষ্কা শর্মা , জন আব্রাহামদের মতো তারকাদের পিছনে ফেলে দিয়েছেন জ্যাকি।
একজন আদ্যপান্ত নিরামিষভোজী মানুষ এবং স্বাস্থ্যকর জীবনধারার জন্য বহু মানুষকে অনুপ্রাণিত করেন জ্যাকি। এবার সেই কারণেই তাঁর মুকুটে জুড়ল নয়া পালক। এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন হোক বা মানুষকে জীবনরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হোক- একাধিক জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত জ্যাকি। বাপ এবং কোটেশন গ্যাং নামের অভিনেতার দুটি কাজ মুক্তির অপেক্ষায়।