অভিনেত্রী জিয়া খানের অস্বাভাবিক মৃত্যুর মামলা। ১০ বছর পর মামলার রায়দান দিয়েছেন আদালত। উপযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়েছেন সূরজ পাঞ্চোলি। কিন্তু কীভাবে মৃত্যু হয়েছে তাঁর মেয়ের। হাই কোর্টে ফের আবেদন করবেন বলে জানালেন জিয়া খানের মা রাবিয়া খান।
এদিন রাবিয়া খান আদালত চত্বরে বলেন, "প্রমাণ পাওয়া যায়নি। চার্জও নেই। কিন্তু আমার মেয়েটা মরল কীভাবে। এটা স্পষ্ট, খুন হয়েছে।হাই কোর্টে আবেদন করব।"