Kangana Ranaut : কঙ্গনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, মনোনয়ন তুলে নিল ফিল্ম ফেয়ার

Updated : Aug 24, 2022 14:14
|
Editorji News Desk

'থালাইভি' ছবির জন্য ফিল্মফেয়ার ম্যাগাজিনের তরফ থেকে কঙ্গনাকে (Kangana Ranaut) 'সেরা অভিনেত্রী'-র অ্যাওয়ার্ড দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । কিন্তু, পুরষ্কারে নিজের নাম নমিনেশনে আসতেই রীতিমতো ক্ষেপে গেলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut gets angry on Filmfare) । এমনকি, তাদের বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি । এরপরই ফিল্মফেয়ার নমিনেশন তুলে নেওয়ার কথা জানায় ।

কেন এমন পদক্ষেপের চিন্তা-ভাবনা করছেন কঙ্গনা ? 

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন,২০১৪ সাল থেকে অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ফিল্মফেয়ারকে ব্যান করেছেন তিনি । কিন্তু, তারপরেও তাঁরা কীভাবে তাঁকে অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন করতে পারে ? এমন ধরনের দুর্নীতিগ্রস্ত ব্য়বস্থাকে প্রশ্রয় দেওয়া তাঁর মর্যাদা ও নীতিবোধকে খাটো করে । এরপরই তিনি ২০১৩-র একটি ঘটনার কথা উল্লেখ করেন তাঁর ইনস্টা স্টোরিতে ।  ওই সালেই একই পুরস্কার মঞ্চ থেকে ডাক পেয়েছিলেন অভিনেত্রী । কিন্তু তাঁকে বলা হয়, স্টেজ শো না করলে বা না নাচলে পুরস্কার দেওয়া হবে না । কঙ্গনার দাবি, তিনি তখনই জানিয়ে দিয়েছিলেন, এ ধরনের কারচুপি, নৈতিক অবমাননা থেকে তিনি দূরে থাকতে চান । তাঁদের কোনও পুরস্কার তিনি নেবেন না ।

আরও পড়ুন, Miss Universe competition: ২০২৩ থেকে বিবাহিতা এবং মায়েরাও অংশ নিতে পারবেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়
 

কিন্তু এর পরও কঙ্গনাকে ডাকা হয়েছে দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন । যদিও, পরে অভিনেত্রীকে মনোনয়ন থেকে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ । কঙ্গনার এই মন্তব্যে তাঁদের খারাপ লেগেছ । সেইসঙ্গে তারা জানিয়েছে, কঙ্গনা তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যে । তাদের দাবি, ফিল্মফেয়ার,এমন একটি প্ল্যাটফর্ম যা নিরপেক্ষভাবে এবং অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে চলচ্চিত্র শিল্পে প্রতিভাকে উদযাপন করে এবং সম্মানিত করে ।

জানা গিয়েছে, এ বছর তাঁর সঙ্গে মনোনয়নে নাম রয়েছে কৃতি শ্যানন ( মিমি), বিদ্যা বালান (জলসা), তাপসী পান্নু (রশ্মি রকেট), বিদ্যা বালান (শেরনি), পরিণীতি চোপড়া (সন্দীপ অওর পিঙ্কি ফারার)। 
 

Film Fare AwardBollywoodKangana Ranaut

Recommended For You

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন