Kangana Ranaut : কঙ্গনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, মনোনয়ন তুলে নিল ফিল্ম ফেয়ার

Updated : Aug 24, 2022 14:14
|
Editorji News Desk

'থালাইভি' ছবির জন্য ফিল্মফেয়ার ম্যাগাজিনের তরফ থেকে কঙ্গনাকে (Kangana Ranaut) 'সেরা অভিনেত্রী'-র অ্যাওয়ার্ড দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । কিন্তু, পুরষ্কারে নিজের নাম নমিনেশনে আসতেই রীতিমতো ক্ষেপে গেলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut gets angry on Filmfare) । এমনকি, তাদের বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি । এরপরই ফিল্মফেয়ার নমিনেশন তুলে নেওয়ার কথা জানায় ।

কেন এমন পদক্ষেপের চিন্তা-ভাবনা করছেন কঙ্গনা ? 

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন,২০১৪ সাল থেকে অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ফিল্মফেয়ারকে ব্যান করেছেন তিনি । কিন্তু, তারপরেও তাঁরা কীভাবে তাঁকে অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন করতে পারে ? এমন ধরনের দুর্নীতিগ্রস্ত ব্য়বস্থাকে প্রশ্রয় দেওয়া তাঁর মর্যাদা ও নীতিবোধকে খাটো করে । এরপরই তিনি ২০১৩-র একটি ঘটনার কথা উল্লেখ করেন তাঁর ইনস্টা স্টোরিতে ।  ওই সালেই একই পুরস্কার মঞ্চ থেকে ডাক পেয়েছিলেন অভিনেত্রী । কিন্তু তাঁকে বলা হয়, স্টেজ শো না করলে বা না নাচলে পুরস্কার দেওয়া হবে না । কঙ্গনার দাবি, তিনি তখনই জানিয়ে দিয়েছিলেন, এ ধরনের কারচুপি, নৈতিক অবমাননা থেকে তিনি দূরে থাকতে চান । তাঁদের কোনও পুরস্কার তিনি নেবেন না ।

আরও পড়ুন, Miss Universe competition: ২০২৩ থেকে বিবাহিতা এবং মায়েরাও অংশ নিতে পারবেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়
 

কিন্তু এর পরও কঙ্গনাকে ডাকা হয়েছে দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন । যদিও, পরে অভিনেত্রীকে মনোনয়ন থেকে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ । কঙ্গনার এই মন্তব্যে তাঁদের খারাপ লেগেছ । সেইসঙ্গে তারা জানিয়েছে, কঙ্গনা তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যে । তাদের দাবি, ফিল্মফেয়ার,এমন একটি প্ল্যাটফর্ম যা নিরপেক্ষভাবে এবং অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে চলচ্চিত্র শিল্পে প্রতিভাকে উদযাপন করে এবং সম্মানিত করে ।

জানা গিয়েছে, এ বছর তাঁর সঙ্গে মনোনয়নে নাম রয়েছে কৃতি শ্যানন ( মিমি), বিদ্যা বালান (জলসা), তাপসী পান্নু (রশ্মি রকেট), বিদ্যা বালান (শেরনি), পরিণীতি চোপড়া (সন্দীপ অওর পিঙ্কি ফারার)। 
 

Kangana RanautFilm Fare AwardBollywood

Recommended For You

মিমির পর নুসরত! আর কোন কোন টলি নায়িকার সঙ্গে রোম্যান্সে মজেছেন শাকিব খান?
editorji | বিনোদন

মিমির পর নুসরত! আর কোন কোন টলি নায়িকার সঙ্গে রোম্যান্সে মজেছেন শাকিব খান?

editorji | বিনোদন

Rhea Chakraborty: সুশান্ত মামলায় নির্দোষ ঘোষণা রিয়া চক্রবর্তীকে, কিন্তু অপমানের কি ক্লিনচিট হয়?

editorji | বিনোদন

Tele Serial : মিঠিঝোরা-য় এবার ত্রিকোণ প্রেম ! পরিণীতা-তে জোর টক্কর, কোন সিরিয়ালে কী টুইস্ট, জানুন

editorji | বিনোদন

Bollywood Gossip : আমিরের নতুন প্রেমিকা ! কেঁদে ভাসাচ্ছেন ইরা, ঐশ্বর্য রাইয়ের ত্রিকোণ প্রেমের সম্পর্ক !

editorji | বিনোদন

Dainee Review : ডাইনি প্রথার বিরুদ্ধে মিমি-র বেঁচে থাকার লড়াই, কেমন হল ওয়েব সিরিজটি ?