এমার্জেন্সি ছবিতে ইন্দিরা গান্ধী কঙ্গনা রানাওয়াত৷ ততকালীন প্রধানমন্ত্রীর লুকে আগেই চমকে দিয়েছিলেন কঙ্গনা। এবার প্রকাশ্যে ছবির টিজার। এটি বায়োপিক নয় সত্তরের দশকে দেশে জারি ‘জরুরি অবস্থা’র প্রেক্ষাপটে তৈরি হয়েছে 'এমার্জেন্সি'৷ টিজারে 'ইন্দিরা' কঙ্গনার কণ্ঠও শোনা গিয়েছে।
AI-KK: অরিজিৎ এর কেশরিয়া যদি গান প্রয়াত কেকে, কিংবা কৈলাশের গান যদি ধরেন মুসেওয়ালা? কী ভাবে সম্ভব?
এদিন ইনস্টাগ্রামে এমার্জেন্সির ঝলক ভাগ করে নেন কঙ্গনা, পাশাপাশি জানান ছবি মুক্তির দিন নভেম্বরের ২৪ তারিখ। ২৫শে জুন, ১৯৭৫ টানা ২১ মাস জরুরি অবস্থা জারি ছিল ভারতে। তা নিয়েই এগোবে ছবির গল্প। প্রস্থেটিক মেকাপে ইন্দিরার লুকে কঙ্গনাকে চেনা দায়৷ ইন্দিরার কণ্ঠে কঙ্গনা বললেন, 'ইন্ডিয়া মানেই ইন্দিরা, আর ইন্দিরা মানেই ইন্ডিয়া!’ ‘এমার্জেন্সি’ পরিচালনা করছেন কঙ্গনা নিজেই৷