দেশে সফল হয়নি 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha) । সফল তো দূরের কথা, মুক্তির কয়েকদিনের মধ্যেই সিনেমা বয়কটের ওঠে । টুইটারে ট্রেন্ড শুরু হয় 'বয়কট লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha breaks record in International Box Office)। এমনকী, জানা গিয়েছে, কোনও ওটিটি প্ল্যাটফর্মও 'লাল সিং চাড্ডা' কিনতে চাইছে না । তবে এতগুলো মন খারাপের মধ্যেও আরেকটা ভাল খবর রয়েছে আমির খানদের (Aamir Khan) জন্য । দেশে ভরাডুবি হলেও বিদেশে হিট এই সিনেমা । এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা হল 'লাল সিং চাড্ডা' । 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', 'ভুল ভুলাইয়া টু', 'দ্য কাশ্মীর ফাইলস'-র সব রেকর্ড ভেঙে দিয়েছে এই সিনেমা ।
এক সপ্তাহ হয়ে গেল সিনেমা মুক্তি পেয়েছে । এখনও পর্যন্ত ৭.৫ মিলিয়ন ডলার আয় হয়েছে । ভারতীয় মুদ্রা হিসেবে যার মূল্য দাঁড়াচ্ছে ৫৯ কোটি টাকা । সেখানে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির আয় হল ৭.৪৭ মিলিয়ন ডলার, 'ভুল ভুলাইয়া টু'-এর আয় ৫.৮৮ মিলিয়ন ডলার ও কাশ্মীর ফাইলস আয় করেছে ৫.৭ মিলিয়ন ডলার ।
আরও পড়ুন, Nawazuddin Siddiqui: 'হাড্ডি'র লুকে অর্চনা পুরন সিং-কে নকল নওয়াজ উদ্দিন সিদ্দিকির?
রিপোর্ট অনুসারে দেশের বাজারে ৫৫ কোটির কিছু বেশি টাকার ব্য়বসা করেছেন আমির খানের 'লাল সিং চাড্ডা'। যেখানে ছবির বাজেট ১৮০ কোটি টাকা । সব মিলিয়ে ১২৬ কোটির মতো ব্যবসা হয়েছে এখনও পর্যন্ত ।
১১ অগাস্ট মুক্তি পেয়েছে 'লাল সিং চাড্ডা' । তারপর থেকেই ছবিটি ঘিরে বিতর্ক শুরু হয়েছে । সেনাকে অপমান করার অভিযোগ উঠেছে আমিরের এই সিনেমার বিরুদ্ধে । দেশের বিভিন্ন প্রান্তে ছবিটি বয়কটের ডাক উঠেছে । ছবি মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যে পঞ্জাবের জলন্ধরে 'লাল সিং চাড্ডা'র প্রদর্শন ঘিরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । পরিস্থিতি সামাল দিতে 'লাল সিং চাড্ডা' দেখানো বন্ধ করে দেওয়া হয় সেখানে । সম্প্রতি, পশ্চিমবঙ্গেও লাল সিং চাড্ডার প্রদর্শন বন্ধ বা নিষিদ্ধ করার দাবিতে মামলা দায়ের হয়েছে । কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলাটি করা হয় ।