Lata Mangeshkar : এক ঝলকে গানের সরণিতে লতা মঙ্গেশকর

Updated : Feb 06, 2022 14:58
|
Editorji News Desk

গানেই তাঁর পরিচয় । তাঁর কন্ঠের সুরেলা ছোঁয়া মুগ্ধ করেছে গোটা দেশকে । তাইতো তিনি সুর-সম্রাজ্ঞী । সাত দশকের কেরিয়ারে তিনি প্রচুর গান গেয়েছেন । হিন্দি ভাষায় হাজারেরও বেশি গান গেয়েছেন । মূলত, মারাঠি এবং হিন্দি মিলিয়ে ৩৬টি ভারতীয় ও বিদেশি ভাষায় গান গেয়েছেন তিনি । 'নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া' লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে রইল তাঁর গাওয়া কয়েকটি সেরা, হৃদয়গ্রাহী গানের তালিকা । এক ঝলকে দেখে নেওয়া যাক সেসব...

 

অ্যায় মেরে বতন কে লোগো (১৯৬৩)


'অ্যায় মেরে বতন কে লোগো' একেবারে মন ছুঁয়ে যাওয়া গান । গানের প্রতিটা কথা, সুরে দেশের প্রতি ভালবাসার অনুভূতি রয়েছে । ১৯৬৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সামনেই ভারত-চিন যুদ্ধে নিহত ভারতীয়দের প্রতি শ্রদ্ধা জানাতে গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর ।

লগ যা গলে (১৯৬৪)

মনোজ কুমার এবং সাধনা অভিনীত বিখ্যাত ছবি 'ও কৌন থি' সিনেমার জনপ্রিয় গান 'লগ যা গলে' । ২০১৬ সালের একটি সাক্ষাৎকারে লতা জানান, এই গানটি তাঁর পছন্দের ছটি গানের তালিকায় রয়েছে ।

পিয়া তোসে ন্যায়না লাগে (১৯৬৫)

'গাইড' ছবির 'পিয়া তোসে ন্যায়না লাগে' গানটি একেবারে যেন রোমান্টিক মানুষদের জন্য । আজ এত বছর পরেও লতার সুরে এই গানের প্রাসঙ্গিকতা একইরকম রয়েছে । ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা রহমান ।


হোঠোঁ মে এসি বাত (১৯৬৭)

ভূপিন্দর সিং এবং লতা মঙ্গেশকরের ডুয়েট গান । সেইসময় গানটি রেকর্ডিং এবং শ্যুট করার পদ্ধতির জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল । 'জুয়েল থিফ' সিনেমাটি বলিউডের অন্যতম সেরা থ্রিলার বলা যেতে পারে ।

কোরা কাগজ থা ইয়ে মন মেরা (১৯৬৯)

গানটি কিশোর কুমারের সঙ্গে ডুয়েটে গেয়েছেন লতা । রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুর অভিনীত 'আরাধনা' সিনেমার বিখ্যাত গান । এই গান যেন হৃদয়ের শূন্যতাকে প্রকাশ করে ।

ইনহি লোগোঁ নে (১৯৭২)

‘পাকিজা’ সিনেমার এই গানটিতে লতা মঙ্গেশকরের সুরেলা কণ্ঠ এবং মীনা কুমারীর মনোমুগ্ধকর নাচ গোটা দেশের হৃদয় ছুঁয়ে নিয়েছে ।

তুম আ গয়ে হো, নুর আ গয়া হ্যায় (১৯৭৫)

লতা মঙ্গশেকর ও কিশোর কুমারের ডুয়েটে গাওয়া গানটি 'অন্ধি' সিনেমার । দুই কিংবদন্তীর সুরে আজও গানটির জাদুতে মগ্ন শ্রোতারা ।

তুঝে দেখা তো ইয়ে জানা সনম (১৯৯৫)

নব্বইয়ের দশকেও লতা তাঁর সুরেলা কন্ঠের জাদুতে মুগ্ধ করেছেন শ্রোতাদের । DDLJ সিনেমার 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম' গানে কুমার সানুর সঙ্গে ডুয়েট গেয়েছেন লতা ।

জিয়া জলে (১৯৯৮)

'দিল সে' সিনেমার বিখ্যাত 'জিয়া জলে' গানে এ.আর.রহমান ও লতা মঙ্গেশকর তাঁদের সুরেলা কণ্ঠের জাদু ছড়িয়েছেন ।

তেরে লিয়ে (২০০৪)

শাহরুখ খান এবং প্রীতি জিন্টা অভিনীত ‘বীর-জারা’ সিনেমায় প্রয়াত মেড মোহনের সুরে লতা মঙ্গেশকরের গান যেন এক অন্য দুনিয়ায় নিয়ে যায় ।

লুকা চুপি (২০০৬)

'রং দে' বসন্তী সিনেমার 'লুকা চুপি' এমন একটি গান, যা মানুষের হৃদয়ে কোথাও গিয়ে যেন একটা ধাক্কা মারে । মন খারাপ করে দেয় । এরকম গান চোখ জল এনে দেয় ।

লতা মঙ্গেশকর আমাদের সঙ্গীত জগত, চলচ্চিত্র জগতকে সমৃদ্ধ করেছেন । তিনি চলে গেলেও, তাঁর সুরেলা কণ্ঠের জাদু থেকে যাবে চিরকাল ।

BollywoodLata Mangeshkarsongs

Recommended For You

editorji | বিনোদন

Movie Vamini : বালুরঘাটে নতুন ভাইরাস, অন্ধকার জগতের মুখোশ কি খুলতে পারবেন প্রিয়াঙ্কা-তথাগতরা? আসছে ভামিনী

editorji | বিনোদন

Vijay - Tamannaah : মন ভেঙেছে তামান্নার! বিজয়ের আগে আর কার কার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর?

editorji | বিনোদন

Vijay - Tamannaah : গার্লফ্রেন্ডের থেকে হাত খরচ পেতেন বিজয় বর্মা! কার কার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর?

editorji | বিনোদন

Vijay - Tamannaah : পিঙ্কসিটিতে একা বিজয়, বিয়ে ভাঙার পর কী বললেন তামান্না?

editorji | বিনোদন

Women's Day 2025 : বলিউডের প্রথম নায়িকা পুরুষ ! ট্যাবু ভেঙে কোন অভিনেত্রী বিপ্লব আনেন বিনোদন জগতে ?