সদ্য কন্যাসন্তানের মা হয়েছেন আলিয়া । এখন সেই ক্ষণ, সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছেন বিপাশা বসু । চুটিয়ে তাঁর এই মাতৃত্বকালীন জার্নি উপভোগ করছেন । সম্প্রতি,প্রেগন্যান্সি ফোটোশুটে ঝড় তুলেছেন অভিনেত্রী । এবার স্ফীতোদর নিয়ে রীতিমতো কোমর দুলিয়ে নাচ করতে দেখা গেল 'বিপাশা'-কে । সঙ্গ দিলেন অভিনেত্রীর স্বামী করণ সিং গ্রোভারও ।
সম্প্রতি, ইনস্টাগ্রামে 'মম টু বি' বিপাশা ভিডিওটি পোস্ট করেছেন । যেখানে কালোর মধ্যে সাদা স্ট্রাইপের ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে তাঁকে । দেখা গেল, একটি গানে ঠোঁট মিলিয়ে কোমর দুলিয়ে নাচছেন বিপাশা । পেট নিয়ে যে নড়তে-চড়তে অসুবিধা হচ্ছে, তা বিপাশাকে দেখেই বোঝা যাচ্ছে । কিন্তু, তারপরেও থামেননি । আসলে, এই পুরো জার্নিটা ভাল করে উপভোগ করে নিতে চাইছেন বিপাশা । 'ড্যাড টু বি' করণ সিং গ্রোভারও হবু মায়ের সঙ্গ দিলেন । বিপাশার এই ভিডিও এখন নেটমাধ্যমে ভাইরাল ।
কিছুদিন আগেই মাতৃত্বকালীন ফোটোশুটে তাক লাগিয়েছেন বিপাশা । ম্যাটারনিটি ফটোশুটেও সাহসী বিপাশাকে দেখা গিয়েছে । শরীরের উপরের অংশে নাম মাত্র সোনালি কাপড়, নিম্নাঙ্গ সম্পূর্ণ উন্মুক্ ত। পোশাকের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বেবিবাম্প। কানে ঝুলিয়েছেন মানানসই হুপ রিং। চোখে মুখে তাঁর মাতৃত্বকালীন আভা। সম্রাজ্ঞীর মতো বসে পোজ দিয়েছেন অভিনেত্রী, সঙ্গে লিখেছেন, 'নিজেকে সবসময় ভালবাসো। যে শরীরে বেঁচে আছ, তাকে ভালবাসো।' বিপসের এই পোস্টে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা।