দীর্ঘ চার বছরের বিরতির পর পর্দায় ফিরছেন অভিনেত্রী বিদ্যা বালন। 'ববি জাসুস'-এর পর এবার ডিটেকটিভ মীরা রাও হয়ে বড়পর্দায় ফিরছেন বিদ্যা। ছবির নাম 'নিয়ত'। অন্নু মেনন পরিচালিত এই ছবিতে খুনের রহস্যের সমাধান করবেন বিদ্যা।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবির পোস্টারটি পোস্ট করেছেন পরিচালক। পোস্টারে বিদ্যার পরনে সবুজ শার্ট, মেরুন রঙা সোয়েটার আর বাদামী রঙা ওভারকোট। চুল ছোট করে ছাঁটা।
আরও পড়ুন - আদিপুরুষ বিতর্কে ফের পড়ল ঘি, ছবির বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি AICWA-এর
পোস্টারে দেখা যাচ্ছে একটি লাইব্রেরিতে দাঁড়িয়ে রয়েছেন বিদ্যা। হেলান দিয়েছেন একটি আয়নায় যাতে প্রতিফলিত হচ্ছে সম্ভাব্য অপরাধীদের মুখ। আগামী ৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।