ক্রিসমাসে অনুরাগীদের চমকে দিলেন রণবীর কাপুর-আলিয়া ভাট । প্রথমবার মেয়ে রাহাকে প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি । এতদিন রাহা সঙ্গে থাকলে বারবার ক্যামেরা এড়ানোর চেষ্টা করতেন রণবীর-আলিয়া । তবে, এবার মেয়েকে নিয়ে ক্যামেরার সামনে এলে, পোজ দিলেন । যাকে বলে একেবার পারফেক্ট ফ্যামিলি পিকচার ।
এদিন ছোট্ট রাহাকে দেখা গেল ক্রিসমাস লুকে । সাদা-পিঙ্ক শেডের ফ্রক, চুল ঝুটি করে বাধা, পায়ে লাল জুতো...মিষ্টি লাগছিল একরত্তিকে । অন্যদিকে, মম্মি আলিয়াকেও দেখা গেল শর্ট ড্রেসে, একেবারে ক্রিসমাস লুকে তৈরি হয়েছেন । অন্য রণবীর পরেছিলে কালো টিশার্ট ও প্যান্ট । কিন্তু, কার মতো দেখতে হয়েছে রাহা ? দেখে মনে হচ্ছে বাবারই মুখ পেয়েছে মেয়ে ।